একসময় আমার হাত-পা বাঁধা ছিল, এখনও বাঁধা : এরশাদ

ইসলাম টাইমস ডেস্ক ।।  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, একসময় আমার হাত-পা বাঁধা ছিল, এখনও বাঁধা। শনিবার (২৭ অক্টোবর) রাজধানীর বনানীতে ডিজিটাল পদ্ধতিতে দলের নির্বাচনি প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে। একসময় আমার হাত-পা বাঁধা ছিল, এখনও বাধা   হাত-পা বাঁধা থাকলেও সংশয় নেই।নির্বাচনের জন্য জাতীয় পার্টি সম্পূর্ণ প্রস্তুত। জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী রাজনৈতিক দল। বিএনপি এলে এক ধরনের পরিকল্পনা, আর না এলে আমাদের ৩০০ আসনেই নির্বাচনের জন্য প্রস্তুতি আছে।

দলের ডিজিটাল প্রচারণার বিষয়ে তিনি বলেন, প্রতিদিন সাড়ে চার কোটি মানুষের কাছে প্রতিদিন জাতীয় পার্টির কর্মকাণ্ড তুলে ধরা হবে। গুগলো একটি প্লাটফর্মে থাকবে যেখানে ক্লিক করলে জাতীয় পার্টির উন্নয়নের চিত্র ভেসে আসবে।’

এসময় ডিজিটাল ডিভাইস ব্যবহারে বিভিন্ন কন্টেন্ট গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন এরশাদের তথ্য, প্রযুক্তি এবং রাজনৈতিক উপদেষ্টা শফিউল্লাহ আল মুনির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার।

পূর্ববর্তি সংবাদবিএনপি মুখ, কামাল হোসেন মুখোশ : হাসানুল হক ইনু
পরবর্তি সংবাদইসরায়েলি সেনাদের গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত, আহত ১৭০