ইসলাম টাইমস ডেস্ক ।। এক মাস আগে মারা গেছে প্রিয় স্ত্রী, পরশু দিন বানের তোড়ে ভেসে গেল একমাত্র ছেলে। এক মাসের ব্যবধানে স্ত্রী ও ছেলেকে হারিয়ে হাসপাতালের সামনে চিৎকার করে কাঁদছিলেন এক জর্দানি ব্যক্তি।
জর্দানের রুইয়া টিভি গতকাল ওই ব্যক্তির কান্নারত অবস্থার ভিডিও প্রকাশ করে। জর্দানের দক্ষিণাঞ্চলীয় শাওনা হাসপাতালের সামনে ওই ব্যক্তি যখন তার ছেলের মৃত্যুসংবাদ পান তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, এক মাস আগেই আমার স্ত্রী মারা গেছে, আজ আমার ছেলেও চলে গেল…।
গত পরশু দিন আগে জর্দানের মৃতসাগর প্রবাহিত আকস্মিক বন্যায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই স্কুলের ছাত্র-ছাত্রী। উদ্ধারকারী দল এখনও নিহতদের লাশ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্র : আল-আরাবিয়্যা
