গতকাল শুক্রবার (২৬ অক্টোবর) রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের যৌথ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরকে যারা প্রশ্রয় দেয় তাদের সঙ্গে আপস করা যাবে না। তবে মনে রাখতে হবে, জামায়াত আর হেফাজত এক নয়। জামায়াত স্বাধীনতাবিরোধী, কিন্তু হেফাজত স্বাধীনতাবিরোধী নয়।
বৈঠকে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, জামায়াত এবং হেফাজতকে এক করে দেখবেন না, বক্তব্যও দেবেন না। মানুষকে বোঝাতে হবে যে তারা মোটেও এক নয়।
এসময় প্রধানমন্ত্রী ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে উদ্দেশ্য করে বলেন, ১৪ দলের নেতাদের বলে দেবেন তারা যেন জামায়াত আর হেফাজতকে এক করে না ফেলেন। হেফাজতের বিরুদ্ধে বক্তব্য দিতে তাদের নিষেধ করে দেবেন।
বৈঠকে তিনি জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে নেতাদের সতর্ক থাকারও নির্দেশ দেন। বলেন, ঐক্যফ্রন্টের আসল উদ্দেশ্য দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি। একটা অনির্বাচিত সরকারকে দেশ পরিচালনার দায়িত্বে আনা। জনগণকে এদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন করাটা আওয়ামী লীগের দায়িত্ব।
