শাহবাগে চাকরি- আবেদনের বয়স ৩৫ করার দাবিতে চলছে আন্দোলন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করতে হবে-এমন দাবি জানিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। আজ শনিবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেয় পরিষদের নেতা-কর্মীরা।

অবরোধের কারণে শাহবাগ-ফার্মগেট, শাহবাগ-পল্টন, শাহবাগ-সায়েন্স ল্যাব ও শাহবাগ-টিএসসি অভিমুখী মূল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শাহবাগ মোড়জুড়ে চলছে তীব্র যানজট।

আন্দোলন চলাকালীন বেলা সোয়া একটার দিকে শাহবাগ মোড়ে আসেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। তিনি এ সময় আন্দোলনকারীদের সঙ্গে তাদের দাবি দাওয়া বিষয়ে কথা বলেন। আন্দোলনকারীরা তাঁকে ঘিরে দাঁড়িয়ে নিজেদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে গোলাম রব্বানী তাঁদের বলেন, ‘এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যেন কোনো সরকারবিরোধী লোক ঢুকতে না পারে।’

আন্দোলনরত সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস সাংবাদিকদের বলেন, দাবি আদায়ে তাঁদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।

পূর্ববর্তি সংবাদপশ্চিমবঙ্গ থেকে সাড়ে তিন শ রোহিঙ্গা উধাও!
পরবর্তি সংবাদ২৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচনের সময় রয়েছে : সিইসি