ভারতীয় টিভি চ্যানেলগুলো বন্ধে পাকিস্তান সুপ্রিম কোর্টের আদেশ

পাকিস্তানে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার নিষিদ্ধ করার আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ভারত-পাকিস্তানের মধ্যে বিদ্যমান পানি সংকটের জেরে এই আদেশ দিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নিসার।

রায়ে তিনি বলেন, পাকিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলোতে বাঁধ নির্মাণ করেছে ভারত। আর এ কারণে তাদের চ্যানেলগুলো নিষিদ্ধের সিদ্ধান্ত সমর্থনযোগ্য।

তিনি বলেন, পাকিস্তানমুখী পানিপ্রবাহ সংকুচিত করছে ভারত। আমরা কেন তাদের চ্যানেলগুলো বন্ধ করে দেবো না?

প্রসঙ্গত, পাকিস্তানে ভারতীয় টিভি চ্যানেল ও চলচ্চিত্র অনেক জনপ্রিয়। ইতোপূর্বে ১৯৬৫ এবং ২০০৮ সালে পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পূর্ববর্তি সংবাদমানুষকে কষ্ট দেবেন না, ধর্মঘট প্রত্যাহার করুন : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদশ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট : ভারতের বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ