ইসলাম টাইমস ডেস্ক ।। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পেনিসেলভেনিয়ার পিটসবার্গ শহরে একটি ইহুদি উপাসনালয়ে গুলির ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে দাবি করেছে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম। আহত হয়েছেন আরও ছয়জন। প্রাথমিকভাবে হতাহতের কথা জানা না গেলেও পরে ১১ জনের কথা নিশ্চিত করেন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
পরে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর হওয়ার পর আত্মসমর্পণ করে ‘এক বন্দুকধারী’।
শনিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকালে শহরের একটি সিনাগগের (ইহুদি উপাসনালয়) কাছে এ গুলির ঘটনা ঘটে। বিভিন্ন টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, গুলির ঘটনার পর এলাকায় ছোটাছুটি শুরু হয়ে যায়। খবর পেয়েই আশপাশ থেকে ছুটে আসে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। সেই সঙ্গে কয়েকটি অ্যাম্বুলেন্সও দেখা যায় ঘটনাস্থলে।
হামলাকারীর আনুষ্ঠানিক পরিচয়ও এখনও জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে তার নাম রবার্ট বাওয়ার্স, বয়স ৪৬।
সংবাদমাধ্যমগুলো জানায়, হামলাকারী শেতাঙ্গ ব্যক্তি ছিলেন। তার মুখে দাঁড়ি ছিলো। তার কাছে দুটি পিস্তল ও একটি রাইফেল ছিলো।
পেনিসেলভিনিয়া গভর্নর টম ওলফ এক বিবৃতিতে বলেন, এমন ঘটনাকে কোনোভাবে স্বাভাবিকভাবে নেওয়া যায় না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, ‘বারবার এমন ঘটনা দেখা লজ্জাজনক।’ তিনি হামলাকারীকে পাগল বলে উল্লেখ করেন।
