নিজস্ব প্রতিবেদক : মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত শুকরানা মাহফিলের সুষ্ঠু বাস্তায়নের লক্ষ্যে আগামী ৩০ অক্টোবর ‘শুকরানা মাহফিল বাস্তবায়ন সাব-কমিটি’র বৈঠক আহবান করা হয়েছে।
ঢাকার মতিঝিলের পীরজঙ্গী মাদরাসায় এ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সকাল নয়টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ বৈঠক চলবে বলে জানিয়েছেন হাইয়াতুল উলয়ার একাধিক সূত্র।
আগামীয় ৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে প্রধানমন্ত্রীর সম্মানে শুকরানা মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুকরানা মাহফিল বাস্তবায়ন সাব-কমিটির সভার পর ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর মাদরাসার মোহতামিমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় শুকরানা মাহফিল সফল করার লক্ষ্যে পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
পরামর্শ সভায় অংশগ্রহণ করবেন ঢাকা, মুন্সিগঞ্জ, নায়ারণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী জেলার মোহতামিমগণ।
সূত্র জানিয়েছে, শুকরানা মাহফিল বাস্তবায়ন ও লোক সমাগমের বিষয়টি নিশ্চিত করতেই ঢাকা ও পার্শ্ববর্তী জেলার মোহতামিমদের নিয়ে সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের অফিসে অনুষ্ঠিত হাইয়াতুল উলয়ার এক বৈঠকে শুকরানা মাহফিলের পূর্ব নির্ধারিত তারিখ ৫ নভেম্বর পরিবর্তন করে ৪ নভেম্বর নির্ধারণ এবং ৩০ অক্টোবরের পরামর্শ সভার সিদ্ধান্ত হয়।
বৈঠকে শুকরানা মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত উপ-কমিটি সম্প্রসারণেরও সিদ্ধান্ত হয়। নতুন সংযুক্ত দুইসহ ১৭ সদস্য বিশিষ্ট উপ-কমিটিতে রয়েছেন, আল্লামা আশরাফ আলী (আহবায়ক), আল্লামা আবদুল হালিম বোখারী, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি ওয়াক্কাস, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা আনাস মাদানী, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, মুফতি রুহুল আমীন, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা আবদুল বছির, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা সফিউল্লাহ।
