শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট : ভারতের বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশটির সংসদ ভেঙ্গে দেয়ার পর রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেখানে। এরই মধ্যে রনিল বিক্রম সিংহকে বরখাস্ত করে বিরোধীদলীয় নেতা মাহিন্দা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়িয়েছেন তিনি। এতে সংকট আরও তীব্র হয়েছে।

ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী রাজপাকসের নিয়োগকে ‘গণতন্ত্রবিরোধী অভ্যুত্থান’ বলে আখ্যায়িত করেছেন।

শ্রীলঙ্কার রাজনৈতিক সঙ্কট তৈরির পেছনে ভারতের সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছেন দেশটির রাজনীতিকরা।

গত সপ্তাহে সিরিসেনা অভিযোগ করেন, তাকে এবং রাজাপাকসের ভাই গোতাভায়াকে খুনের ষড়যন্ত্র হচ্ছে জেনেও গুরুত্ব দেয়নি ক্ষমতাসীন ইউএনপি।

সিরিসেনাকে খুনের ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার নালাকা ডি’সিলভা নামে এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারও করা হয়েছে।

ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’ এর সঙ্গে জড়িত বলেও এক বৈঠকে মন্তব্য করেছিলেন সিরিসেনা। শ্রীলঙ্কা ও ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়। তবে সিরিসেনার দপ্তর পরে তা অস্বীকার করে।

ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউএফপিএ) ক্ষমতাসীন জোট থেকে সরে যাওয়ার পরপরই শুক্রবার সিরিসেনা প্রধানমন্ত্রীর পদ থেকে রনিল বিক্রমসিংহকে সরিয়ে দেন। এরপর প্রেসিডেন্ট নির্বাচনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা রাজপাকসের হাতে নতুন দায়িত্ব তুলে দেন।

পূর্ববর্তি সংবাদভারতীয় টিভি চ্যানেলগুলো বন্ধে পাকিস্তান সুপ্রিম কোর্টের আদেশ
পরবর্তি সংবাদসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির আন্দোলন পণ্ড