সাগরে লঘুচাপের কারণে ২ দিন বৃষ্টিপাত হতে পারে

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামী দুই দিন স্থায়ী হতে পারে। এ কারণে বাড়তি সতর্কতা হিসেবে নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কার কাছাকাছি জায়গায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। সেই লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ উপকূল পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই লঘুচাপের প্রভাবেই আমাদের অঞ্চলে মেঘের সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

রাজশাহী ও রংপুর বিভাগ বাদে দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টি হচ্ছে। এই দুই বিভাগের আকাশও মেঘাচ্ছন্ন অবস্থায় আছে। বৃষ্টিপাত আগামী দুই দিন থাকতে পারে।

পূর্ববর্তি সংবাদখাশোগি মরিয়া প্রমাণ করিল, তার মৃত্যু লাভজনক
পরবর্তি সংবাদসংলাপে বসার জন্য প্রধানমন্ত্রীকে ঐক্যফ্রন্টের চিঠি