ইসলাম টাইমস ডেস্ক : সুপ্রিমকোর্টে বাবরি মসজিদের মূল মামলার শুনানি শুরু হচ্ছে আজ। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চে এই মামলার শুনানি হবে।
২০১০ সালের ৩০ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট বিরোধপূর্ণ জমিটি তিন ভাগ করার নির্দেশ দেন।
রায়ে জানানো হয়, মুসলিম সম্প্রদায়ের সুন্নি ওয়াকফ বোর্ড এক-তৃতীয়াংশ এবং নির্মোহী আখড়া ও রামলালা গোষ্ঠী নামে হিন্দুধর্মীয় দুটি সংগঠন বাকিটা পাবে। সেই রায় মানতে চায়নি কোনও পক্ষ।
সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যে মামলা হয়, আজ থেকে সেই মামলার শুনানি হবে বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কৌল ও বিচারপতি কে এম যোসেফের গঠিত বেঞ্চে। এদিনের শুনানির উপর গোটা দেশ তাকিয়ে আছে শীর্ষ আদালতের দিকে।
