২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, ফের শুরু হলো ইলিশ ধরা

ইলিশের প্রজনন মৌসুম শেষ। নির্ধারিত ২২দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে রোববার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টায়। এরপর থেকে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেদের মাছ শিকারে আর কোনো বাধা থাকছে না।

ফের নদীতে ইলিশ শিকারে প্রস্তুত লক্ষ্মীপুরের প্রায় ৬০ হাজার জেলে। ইতোমধ্যে জেলেরা বেশ প্রস্তুতিও নিয়ে রেখেছেন। অবসর সময়ে ঠিকঠাক করে নিয়েছেন জাল-নৌকাসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ।

৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ছিলো ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ ২২দিন লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

নিষেধাজ্ঞা থাকায় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘানা নদী এলাকায় মাছ ধরা বন্ধ ছিলো। এ সময় মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি ছিলো নিষিদ্ধ। এ আইন আমান্য করায় বেশ কয়েকজন জেলের জেল-জরিমানা হয়। অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে জাল।

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিস থেকে জানা গেছে, আশ্বিন মাসের বড় পূর্ণিমার আগের চার দিন, পূর্ণিমার দিন ও পরের ১৭দিনসহ মোট ২২ দিন ইলিশেরপ্রজনন সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ এসে লক্ষ্মীপুরের মেঘনায় ডিম ছাড়ে। একটি বড় ইলিশ ২৩ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে। বেশি ইলিশ উৎপাদনের লক্ষ্যে নিবিঘ্নে যাতে মা ইলিশ ডিম ছাড়তে পারে সে জন্যই ইলিশসহ সব ধরনের প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে লক্ষ্মীপুরের নানা পক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন আড়াই শ : গণপূর্তমন্ত্রী
পরবর্তি সংবাদইন্দোনেশিয়ায় ১৮৮ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত