অস্ট্রেলিয়ায় পালিত হচ্ছে কুরআন দিবস

তৌফিক উদ্দীন ।। মেলবোর্ন থেকে

অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের মুসলিমদের উদ্যোগে সারা বছরব্যাপী ইসলামি দাওয়াহ’র নানা আয়োজন করা হয়ে থাকে। এর মধ্যে গত বছর আলোচিত হয়েছে ‘জাতীয় কুরআন দিবস’-এর আয়োজন।

মুসলিমদের মাঝে কুরআন পাঠ, অমুসলিমদের কাছে কুরআনের শিক্ষা পৌঁছে দেয়া এবং মুসলিম-অমুসলিম সবাইকে ফ্রি কুরআন বিতরণ করা এই দিবসের মূল কার্যক্রম।

গত বছর অস্ট্রেলিয়ার ১০টি শহরে আয়োজন করা হয় কুরআন দিবসের। ১০টি শহরে মোট ৮টি দাওয়াহ টিম অস্ট্রেলিয়ার মানুষের কাছে বিভিন্নভাবে কুরআনের অনুপমতা তুলে ধরে। পথে পথে বিতরণ করা হয় লিফলেট, ফেস্টুন এবং বিলবোর্ড ও ভ্রাম্যমাণ ট্রেইলার সিগনেজের মাধ্যমে কুরআনের বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়।

এসব দাওয়াহ টিমের মুসলিম সদস্যরা শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী স্টল স্থাপন করে মানুষের মাঝে ফ্রি কুরআন বিতরণ করে থাকে।

গত বছরের মতো এ বছরও পালন করা হবে কুরআন দিবস। এবার আরও বৃহৎ পরিসরে আয়োজনের ইচ্ছা পোষণ করেন স্থানীয় আয়োজকরা।

আগামী ১ ও ২ ডিসেম্বর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ফিজির বিভিন্ন শহরে আয়োজন করা হবে ফ্রি কুরআন বিতরণ কার্যক্রম। আয়োজকদের লক্ষ্য, এবারের কুরআন দিবসে তারা ১ লাখ কপি কুরআন বিতরণ করবেন।

আয়োজক কমিটি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে দাওয়াহ কার্যক্রম অব্যাহত রেখেছে।

পূর্ববর্তি সংবাদপ্রবীণ মুহাদ্দিস মাওলানা শামসুল ইসলাম হাসপাতালে, দোয়ার আবেদন
পরবর্তি সংবাদপাকিস্তানের স্কুল সিলেবাসে থাকবে খতমে নবুওয়াত বিষয়ক প্রবন্ধ