জার্মানিতে শতাধিক রোগীকে হত্যার অভিযোগে উঠেছে এক নার্সের বিরুদ্ধে। ইতিমধ্যে নিলস হগেল নামের এ নার্সের বিচার শুরু হয়েছে।
৪১ বছর বয়সী ওই নার্সের বিচার হচ্ছে ওল্ডেনবার্গ শহরের আদালতে।
হগেল তার তত্ত্বাবধানে থাকা রোগীদের শরীরে প্রাণঘাতী ওষুধ প্রয়োগ করে হত্যা করেছেন।
কয়েকজন রোগীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন হেগেল। তার বিরুদ্ধে ওল্ডেনবার্গে ৩৬ জন ও ডেলমেনহরস্টের ৬৪ রোগীকে হত্যার অভিযোগ আনা হয়েছে তবে নতুন করে।
নিহতদের দেহাবশেষ পরীক্ষা করে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ করা হয়। ওইসব রোগীদের দেহাবশেষে বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গেছে। ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে এ ঘটনাগুলো ঘটেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
