ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা মহানগর ও ঢাকার পার্শ্ববর্তী পাঁচ জেলার মাদরাসার মোহতামিমদের নিয়ে সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া-এর শুকরানা মাহফিল বাস্তবায়ন উপ-কমিটির পরামর্শ সভা শেষ হয়েছে।
সভায় শুকরানা মাহফিল সফল করতে মোহতামিমদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে শুকরানা মাহফিল বাস্তবায়ন উপ-কমিটি। মোহতামিমগণকে নিজেরা, মাদরাসার শিক্ষক ও বড় ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করার পরামর্শ দেয়া হয় বলে জানিয়েছেন পরামর্শ সভায় উপস্থিত একাধিক সূত্র।
আজ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার পীরজঙ্গী মাদরাসায় এ সভা শুরু হয় এবং তা জোহরের আগ পর্যন্ত অব্যাহত থাকে।
হাইয়াতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে আজকের সভায় অংশ গ্রহণ করেন বিভিন্ন মাদরাসার দায়িত্বশীল দুই শতাধিক আলেম।
সভায় বক্তৃতা প্রদানকালে নেতৃবৃন্দ আল্লামা আহমদ শফীর নেতৃত্বে আস্থাশীল থাকার এবং শুকরানা মাহফিল নিয়ে কোনো ধরনের অপপ্রচারে কান না দেয়ার আহবান জানান।
সভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মাওলানা আবদুল বছির, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি নুরুল আমিন মুফতি ফয়জুল্লাহ, মুফতি রুহুল আমীন, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা আবদুল হামিদ, মাওলানা সাজিদুর রহমান, মুফতি এনামুল হক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু মুসা, মাওলানা মুফতি জসীমুদ্দিন, মাওলানা ইউনুস, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা মুশকাত আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া ও মাওলানা মু. অছিউর রহমান প্রমুখ।
