আজ ২০ দলীয় জোটের বৈঠক, আলোচনায় থাকবে সংলাপ

ইসলাম টাইমস ডেস্ক : আজ ৩১ অক্টোবর  ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক আহবান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুসমূহের উপর আলোচনা হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছে খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে জানতে চাইলে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘সুনির্দিষ্ট কোনো আলোচ্যসূচির কথা জানানো হয়নি। চলমান রাজনৈতিক ইস্যুগুলোতে সেখানে আলোচনা করা হবে।’

তবে তিনি সম্ভাব্য আলোচন্য সূচি হিসেবে সংলাপ, খালেদা জিয়ার মামলার রায়, নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় ইত্যাদি বিষয় উল্লেখ করেন।

পূর্ববর্তি সংবাদসংলাপের আমন্ত্রণ চেয়ে বিকল্প ধারার চিঠি, জাপা দেবে আগামী কাল
পরবর্তি সংবাদআসামের এনআরসি নিয়ে আবারও মমতার ক্ষোভ