ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপ ফলপ্রসূ হবে না। তিনি সরকারকে গণতন্ত্রের পথে ফিরে আসা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার আহবান জানান।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এই আহবান জানান।
খালেদা জিয়া ও তারেক রহমানের সাজার রায়ের প্রতিবাদে আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, একদিকে সরকার সংলাপে রাজি হয়েছে, অন্যদিকে খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করেছে। এই দুটি বিষয় সাংঘর্ষিক। এটি কখনোই গণতান্ত্রিক আচরণ নয়। এটি সংলাপের আন্তরিকতা বহন করে না।
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন দিচ্ছেন? কিন্তু আপনারা হেলিকপ্টারে করে জনগণের কাছে যাচ্ছেন। আর আমাদের নেত্রী কারাগারে। আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমাদের কর্মীরা কোথাও দাঁড়াতে পারছেন না। এভাবে কখনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।’
মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘খালেদা জিয়া ও বিরোধী দল ছাড়া আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। তাই মুক্ত খালেদা জিয়াকে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা সরকারকে মানতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করে দিতে হবে। তা না হলে দেশে যদি কোনো অরাজকতা ও অনিশ্চয়তা দেখা দেয়, এর দায় সরকারকে নিতে হবে।’
