ইসলাম টাইমস ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করায় আদালত বর্জনের কর্মসূচি পালন করছে বিএনপিপন্থী আইনজীবীরা।
আজ মঙ্গলবার সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি আদালত বর্জন কর্মসূচি পালন করছে। সমিতির বিএনপিপন্থী আইনজীবীরা আদালতের প্রবেশমুখে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে।
এদিকে এ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। এ সময় উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
আজ সকালে সুপ্রীম কোর্ট বার ভবনের দোতলা থেকে আদালতে যাওয়ার দু’টি পথের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেয় বিএনপিপন্থী আইনজীবীরা।
