ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দলের সঙ্গে সংলাপ করতে চান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সংলাপের বিষয়ে আন্তরিক। জাতীয় ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্ট ছাড়াও অন্য দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। যেসব দল প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী তাদের সঙ্গেই সংলাপে বসতে আগ্রহী।’
বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি এ্যানিক বর্ডিন এবং জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোতি এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপের আহবান জানিয়ে গত রবিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চিঠি দেন ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন।
পরদিন ক্ষমতাসীন দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, তারা সংলাপে বসতে রাজি।
