ইউরোপে প্রতি বছর ৫ লাখ মানুষের মৃত্যু হচ্ছে বায়ুদূষণে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) বায়ু দূষণকে ‘অদৃশ্য ঘাতক’ হিসেবে বর্ণনা করেছে।
কোপেনহেগেনভিত্তিক সংস্থাটি জানায়, ইউরোপে প্রতি ঘণমিটার বাতাসে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের ভাসমান বস্তুকণার (পিএম২.৫) বার্ষিক গড় পরিমাণ এখনও নিরাপদ মাত্রার চেয়ে বেশি।
তবে বায়ুদূষণের কারণে মৃত্যুর হার ১৯৯০ সালের তুলনায় কমে অর্ধেক হয়েছে বলে ইইএ-এর প্রতিবেদনে জানানো হয়েছে।
ইইএ-এর প্রধান হান্স ব্রুইনিনক্স বলেন, ‘বায়ু দূষণ নীরব ঘাতক। এর কারণগুলো দূর করতে আমাদের দ্বিগুণ কাজ করতে হবে।’
এক্ষেত্রে পরিবহন, জ্বালানি ও কৃষি খাতে কার্বন নিঃসরণ আরও কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইউরোপের ৩৯টি দেশের আড়াই হাজার জায়গার বায়ুর গুণাগুণ পরিমাপ করা হয়েছে এই গবেষণায়।
জাতিসংঘের সংস্থাটি বলছে, ২০১৬ সালে সারা বিশ্বে পাঁচ বছরের কম বয়সী ৫ লাখ ৪৩ হাজার শিশুর মৃত্যুর কারণ বায়ু দূষণ৷ আর দরিদ্র দেশগুলোর শিশুরাই এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে।
