বি চৌধুরীর জোটে আসছে আরও ৪ দল!

ইসলাম টাইমস ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরীর ‘বিকল্পধারা বাংলাদেশ’ বাদ দিয়ে জাতীয় ঐক্যফ্রান্ট গঠিত হওয়া খানিক অসহায় হয়ে পড়েছিলো দলটি। তবে সেটাই যেন আশির্বাদ হলো বিকল্পধারার জন্য। এবার এই জোটে আরও চারটি দল যোগ দিচ্ছে।

সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যুক্তফ্রন্টে যোগ দেবে জেবেল রহমান গাণির বাংলাদেশ ন্যাপ, খন্দকার গোলাম মোর্ত্তুজার এনডিপি, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদের বিএলডিপি এবং লেবার পার্টির একাংশ।

এছাড়া ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম রেজা বিকল্প ধারায় যোগ দেবেন।

দলগুলোর যুক্তফ্রন্টে যোগদানের ব্যাপারে বুধবার রাতে বারিধারায় জরুরি বৈঠক করেছেন বি. চৌধুরী। ওই বৈঠকে জেবেল রহমান গাণিসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যায় বিকল্পধারার প্রেসিডিয়ামের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ ও শক্তি বাড়ছে : মার্কিন পর্যবেক্ষণ সংস্থা
পরবর্তি সংবাদসংলাপ সফল হবে : স্বাস্থ্যমন্ত্রী নাসিম