মৌলভীবাজারেও বন্ধ হলো সাদপন্থীদের ইজতেমা

ইসলাম টাইমস ডেস্ক ।।  সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান এবং উলামা-মাশায়েখ পরিষদের বাধার কারণে মৌলভীবাজারে সাদপন্থীদের অনুষ্ঠিতব্য আঞ্চলিক ইজতেমার আয়োজন স্থগিতের আদেশ দিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদের অনুসারীদের আয়োজনে আগামী ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত মৌলভীবাজারে জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমা আয়োজনের পরিকল্পনা ছিল।

গতকাল বুধবার (৩১অক্টোবর) মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে তাবলিগের উভয়পক্ষ, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ইজতেমা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম ইজতেমা স্থগিত করার তথ্যটি নিশ্চিত করেন।

সাদপন্থীদের ইজতেমা আয়োজন বন্ধ করে দিল জেলা প্রশাসক

এর আগে মৌলভীবাজার জগন্নাথপুর এলাকায় বিভক্ত তাবলিগের সাদপন্থীদের ডাকা জেলা ইজতেমা বন্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন জেলার ২৫০টি কওমি মাদরাসার পরিচালকরা। সর্বশেষ বুধবার বাদ জোহর শহরে পশ্চিম বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু মিছিল শুরুর আগেই দুপুর সাড়ে ১২টার দিকে বিভক্ত তাবলিগের উভয়পক্ষকে নিয়ে নিজ কার্যালয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। এতে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলটি আর অনুষ্ঠিত হয়নি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ আরও উপস্থিত ছিলেন রায়পুর মাদরাসার মুহতামিম মাওলানা গিয়াস উদ্দীন, শায়খুল হাদীস আব্দুশ শহীদ, মাওলানা জামিল আহমদ, মাওলানা হাবিবুর রহমান, বরুণা মাদরাসার শিক্ষা সচিব মাওলানা রশিদ হামিদী, দারুল উলুম মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আজমান, শেখবাড়ী মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সাদ আমীন বর্ণভী, রাধানগর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মুগনী, দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুজাহিদ আহমদ, নুরুল কুরআন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জিয়া উদ্দীন, মাস্টার আব্দুল হাই, ময়নুল ইসলাম, মাওলানা ময়নুল, হিফজুর রহমান, এনাম আহমদ, সুফিয়ান আহমদ, রাজু আহমদ, জুবায়ের আহমদ, তামিম আহমদ ও খসরু মিয়া।

পূর্ববর্তি সংবাদআজ সরকার ও ঐক্যফ্রন্টের সংলাপ, যারা যারা থাকবেন
পরবর্তি সংবাদআজ শুরু হলো জেএসসি এবং জেডিসি পরীক্ষা