সংলাপের জন্য প্রধানমন্ত্রীকে ইসলামী ঐক্যজোটের চিঠি

সংলাপের সময় চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ইসলামী ঐক্যজোট। আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকাল ৫টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় চিঠি নিয়ে যান ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও মাওলানা আনছারুল হক ইমরান। আওয়ামী লীগের পক্ষে চিঠি গ্রহণ করেন দলের উপ-দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে নির্বাচনকে কেন্দ্র করে সংলাপ চেয়ে জাতীয় ঐক্যফ্রন্ট সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে চিঠি দেয়। চিঠিতে সংলাপের জন্য সাড়া দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী আজ সন্ধ্যায় বসছে প্রথম সংলাপ।

একই সঙ্গে ঐক্যফ্রন্টের পর বিকল্পধারা ও জাতীয় পার্টি সংলাপের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেয়। প্রধানমন্ত্রী ২ নভেম্বর বিকল্পধারা এবং ৫ নভেম্বর জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসার তারিখ দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় ইসলামী ঐক্যজোটও সংলাপ চেয়ে চিঠি দিল প্রধানমন্ত্রী বরাবর।

পূর্ববর্তি সংবাদরাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক, তফসিল ঘোষণার সিদ্ধান্ত ৪ নভেম্বর
পরবর্তি সংবাদসংলাপে অংশ নিতে গণভবনে প্রবেশ করেছেন ঐক্যফ্রন্টের নেতারা