সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছেন। বনের সর্বশেষ ছয়টি বাহিনীও স্বাভাবিক জীবনে ফিরতে অস্ত্রসমর্পণ করার পর এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আত্মসমর্পণ অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, একটা সময় সুন্দরবনকে ভীতসন্ত্রস্ত অবস্থায় যেতে হয়েছে।

বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে ছয়টি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, র‌্যাবের প্রচেষ্টায় সুন্দরবনের অনেক দস্যু আত্মসমর্পণ করেছে। তাই আমি এ মুহূর্তে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলাম।

আত্মসমর্পণকারী আরও ৯টি বাহিনীর সাবেক ৮৪ জলদস্যুকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দেয়া হবে।

পূর্ববর্তি সংবাদদক্ষিণ আফ্রিকার ৩ শতাংশ মুসলিম নাগরিকের প্রভাব ও সম্মান বিস্ময়কর
পরবর্তি সংবাদআফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ ও শক্তি বাড়ছে : মার্কিন পর্যবেক্ষণ সংস্থা