আসামে ৫ বাঙালিকে গুলি করে হত্যা

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য আসামে গতকাল বৃহস্পতিবার ৫ বাঙালিকে গুলি করে হত্যা করা হয়েছে।

আসামেরর তিনসুকিয়ার খেরবাড়ি গ্রামে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের নাম শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবল দাস এবং ধনঞ্জয় নম:শূদ্র।

ঘটনার প্রতিবাদে সারা আসাম বাঙালী ছাত্র যুব ফেডারেশন আগামীকাল ১২ ঘণ্টার জন্য তিনসুকিয়া বনধের ডাক দিয়েছে। শনিবার থেকে অনির্দিষ্টকালীন বনধ চলবে, যতোক্ষণ না দুষ্কৃতিকারীদের ধরা যাবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ ভারতের জাতীয় ও আঞ্চলিক নেতারা এ ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

ঘটনার বিবরণে বলা হয়েছে, সন্ত্রাসীরা সামরিক পোশাক পরে সেখানে হাজির হয়েছিল। অন্তত ছয়জন দুষ্কৃতিকারী দুটি দলে ভাগ হয়ে এই হামলা চালিয়েছে।

আসামের বাঙালী সংগঠনগুলো মনে করছে উলফা এই হামলা চালিয়ে থাকতে পারে।

আসামের প্রধান বিরোধী দল কংগ্রেস বলছে তারা আগেই সরকারকে সাবধান করেছিল, যেভাবে মেরুকরণ করা হচ্ছে ভোটের রাজনীতির জন্য, তার ফলে সংঘাত বাঁধতে পারে। আজকের ঘটনায় সেটাই প্রমাণিত হল।

পূর্ববর্তি সংবাদসংলাপে সন্তুষ্ট নন ড. কামাল
পরবর্তি সংবাদখুলনাসহ হিন্দু অধ্যুষিত এলাকা দখলের হুমকি ভারতীয় নেতার