ইসলাম টাইমস ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভারতে ছাপানো ২৫ লাখ পাঠ্যবইয়ের প্রথম চালান দেশে এসেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভারত থেকে ২৫টি ট্রাকে করে এসব বই বেনাপোল বন্দরে প্রবেশ করে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, ঢাকার ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক এই বইয়ের আমদানিকারক। ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠান হচ্ছে কৃষ্ণা ট্রেডার্স কোলকাতা।বইয়ের ঘোষিত আমদানি মূল্য সাত লাখ ৫৮ হাজার ৫০০ মার্কিন ডলার। ১৩ হাজার ২৫০ বান্ডেলে প্রাথমিকভাবে ২৫ লাখ বই আমদানি করা হয়েছে।
বেনাপোলের ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্ত্বাধিকারী আজিম উদ্দিন গাজী বলেন, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আরও বই আমদানি করা হবে। কয়েক দফায় আমদানি করা এসব বই ৩ নভেম্বর বন্দর থেকে খালাস করা শুরু হবে। খালাসের পর বই নিয়ে ট্রাক যাতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে তার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তবে কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে বই বন্দর থেকে খালাস দেওয়া হবে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।
