ইসলাম টাইমস ডেস্ক : ‘আমি একজন স্বাধীন নাগরিক হিসেবে যুক্তফ্রন্টের সাথে যুক্ত। আমাকে শাস্তি দিতে পারছে না বলেই এই কেন্দ্রটার উপরে, প্রতিষ্ঠানের ক্ষতি করেছে তারা। এটা একটা প্ল্যান।’
গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা হওয়ায় সরকার কি কোনো উপকৃত হচ্ছে ? বরং এতে সরকারই ক্ষতিগ্রস্ত হচ্ছে। গণস্বাস্থে র্যাবের অভিযান ছিল পুরো সন্ত্রাসী কার্যকলাপের মতো বলে অভিযোগ করেছেন সংস্থাটির ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
দুপুর একটার পর থেকে শুরু হওয়া সংবাদ সম্মেলন চলে ঘণ্টাব্যাপী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেসা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রে র্যাবের অভিযান ছিল পুরো সন্ত্রাসী কার্যকলাপের মতো । আমি জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হবার ফলে এই ধরনের কার্যক্রম চলছে। আমি গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের একজন ট্রাস্টি সদস্য।
তিনি বলেন, আমি একজন স্বাধীন নাগরিক হিসেবে যুক্তফ্রন্টের সাথে যুক্ত। আমাকে শাস্তি দিতে পারছে না বলেই এই কেন্দ্রটার উপরে, প্রতিষ্ঠানের ক্ষতি করেছে তারা। এটা একটা প্ল্যান।
এ সময় তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানে যে হামলা চলছে তাতে কি প্রধানমন্ত্রী উপকৃত হচ্ছেন? এতে প্রধানমন্ত্রীকে তারা বিপদে ফেলছে।
আপনার জন্য প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এক্ষেত্রে আপনি সরে যাবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ১০ বছর আগেই অবসর নিয়ে সাভার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে ঢাকায় চলে এসেছি। আমি ট্রাস্টি বোর্ডের অবৈতনিক সদস্য মাত্র।’
