চীনে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে ৫০ মিটার নিচে নদীতে পড়ে যায়। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে গতকাল শুক্রবার দেশটির পুলিশ জানায়। চালক ও নারী যাত্রীর হাতাহাতিতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানায়, চংকিং শহরের অবস্থিত চীনের একটি দীর্ঘতম নদী ইয়াংজিতে বাসটি পড়ে যায়। ইতিমধ্যে ওই নদী থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই বাসের দুইজন যাত্রীর এখনো খোঁজ পাওয়া যায়নি।
দ্য গার্ডিয়ান ও সিএনএন ঘটনার বিস্তারিত তুলে ধরে। জানা যায়, ৪৮ বছর বয়সী লিউ নামের এক নারী যাত্রী একটি বাস স্টপেজে নামতে চায়। কিন্তু ৪২ বছর বয়সী ওই বাসের চালক র্যান তাকে ওই বাস স্টপেজের আগেই নামতে বলে। কিন্তু লিউ নামেনি।
এর কিছুক্ষণ পর লিউ যখন বুঝতে পারে সে তার নির্ধারিত বাস স্টপেজ ছেড়ে চলে এসেছে তখন বাস চালককে বাস থামাতে বলে। কিন্তু বাসচালক সেই মুহূর্তে বাস থামায়নি। এতে বাস চালক ও ওই নারী যা্ত্রী তর্কে জড়ায়। তর্কের এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি। এতে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ফলশ্রুতিতে সেতু থেকে ৫০ মিটার নিচে নদীতে পড়ে যায় বাসটি।
বাসটিতে মোট যাত্রী ছিলেন ১৫ জন।
