ইসলাম টাইমস ডেস্ক ।। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সংবাদমাধ্যমকে নতুন তথ্য দিয়েছেন তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা ইয়াসিন আকথে। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাশোগি হত্যাকাণ্ডের যৌক্তিক শেষ হতে পারে একটাই। যারা তাকে হত্যা করেছেন, তারা তার মরদেহটি একেবারে ধ্বংস করে দিয়েছেন। যাতে করে হত্যার কোনো হদিস বা আলামত না পাওয়া যায়।
ওই কর্মকর্তা বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম খাশোগির মরদেহ টুকরো টুকরো করে ফেলার কারণে সহজে এটি খোঁজে পাবো না। কিন্তু এখন আমরা দেখছি, তার মরদেহটি শুধুই টুকরো করা হয়নি, অ্যাসিড দিয়ে পুড়িয়ে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে।
হত্যা তদন্তে মরদেহের খোঁজ পেলে ফরেনসিক বা ময়নাতদন্ত করলে কিছু একটা বেরিয়ে আসতো।
এদিকে তুরস্কের প্রধান পাবলিক প্রসিকিউটর জানিয়েছিলেন, সৌদি কনস্যুলেটে প্রবেশ করা মাত্রই খাশোগিকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর তার মরদেহ টুকরো টুকরো করা হয়।
তুরস্কের এক রাজনীতিবিদ জানিয়েছিলেন, তার মরদেহের একটি টুকরো কনস্যুলেটের ভেতরেই পাওয়া গিয়েছিল। যদিও খাশোগির মরদেহের কোনো হদিস এখনও মেলেনি।
সৌদির ক্রাউন প্রিন্স সালমানের নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠে।
