নরওয়ে তলব করেছে সৌদি রাষ্ট্রদূতকে

জামাল খাশোগি

ইসলাম টাইমস ডেস্ক : সৌদি সরকারের কঠোর সমালোচনাকারী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে নরওয়ে সরকার।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আইনে এরিকসেন শুক্রবার এক বিবৃতিতে বলেন,‘জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা জানার পর থেকেই আমরা কয়েকবার সৌদি রাষ্ট্রদূতের কাছে বিষয়টি তুলেছি এবং আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এলে আমরা বিষয়টি আবার তার কাছে তুলে ধরে বলেছি- জামাল খাশোগি হত্যাকান্ডের ইস্যুটি আমরা কতটা গুরুত্বের সাথে নিয়েছি।’

নরওয়ের এমন বক্তব্যের জবাবে সৌদি রাষ্ট্রদূত কি বলেছেন তা অবশ্য জানাননি পররাষ্ট্রমন্ত্রী আইনে এরিকসেন।

উল্লেখ্য, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে খ্যাতনামা সাংবাদিক খাশোগিকে হত্যা করা হয়। গত বছর যুবরাজ মুহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার কেন্দ্রে আসার পর থেকে রোষানলে পড়েন ৫৯ বছর বয়সী খাশোগি। তিনি দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে আমেরিকা চলে যান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ যুবরাজের কর্মকাণ্ডের সমালোচনা করে একের পর এক কলাম লিখেছিলেন খাশোগি।

পূর্ববর্তি সংবাদআজ শুকরানা মাহফিল, প্রস্তুতি চূড়ান্ত
পরবর্তি সংবাদপাকিস্তানে সমঝোতা, নবী অবমাননা নিয়ে বিক্ষোভ স্থগিত