ইসলাম টাইমস ডেস্ক : সমমনা ৭টি দল নিয়ে আত্মপ্রকাশ করেছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট।
শনিবার (০৩ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে জোটের নেতারা জানান, ধর্মীয় চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে এ জোট তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে।
বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামিক মুভমেন্ট, লিবারেল পার্টি, ইসলামী ডেমোক্রেটিক ফোরাম, ন্যাশনাল উলামা ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম জনতা পার্টি ও জনসেবা আন্দোলনের শীর্ষ নেতারা এসময় উপস্থিত ছিলেন।
খেলাফত আন্দোলনের একাংশের আমির মাওলানা জাফরুল্লাহ খান চেয়ারম্যান ও ইসলামী মুভমেন্টের অ্যাডভোকেট খায়রুল আহসানকে নতুন জোটের মহাসচিব করা হয়েছে। দলগুলোর নিবন্ধন ও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের জন্য শিগগিরই পদক্ষেপ নেয়া হবে বলে জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে জাফরুল্লাহ খান বলেন, শুধু নির্বাচনকে সামনে রেখেই জোট গঠন করা হয়নি। ইসলামী আইন-কানুনের মাধ্যমে আদর্শিক কাজ করা এবং নির্বাচনের পরেও ঐক্যবদ্ধভাবে জোটকে শক্তিশালী করার জন্য কাজ করাই এই জোটের মূল লক্ষ্য।
প্রসঙ্গত জাফরুল্লাহ খান একসময় খেলাফত আন্দোলনের মহাসচিব ছিলেন। সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে দল গড়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন।
