ভারতে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেওয়ার হুমকি

ভারতে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেওয়ার হুমকি

ইসলাম টাইমস ডেস্ক : ‘দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছে। কিন্তু তারপরও খণ্ডিত হিন্দুস্তানে মুসলিমদের থেকে যেতে দেয়া হয়েছিল। মুসলমানরা তাদের মতই থাকুক। শিক্ষা, জীবিকা, ধর্মাচরণের সুযোগও অব্যাহত থাকুক, কিন্তু বাদ যাক ভোটাধিকার।’ এমনই দাবি তোলা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের মুখপত্র ‘বিশ্ব হিন্দু বার্তায়।’

বাংলা বিশ্ব হিন্দু বার্তার (৪৪তম বর্ষ, কার্তিক ১৪২৫, তৃতীয় সংখ্যা) ১৯-২২ নং পৃষ্ঠায় নৃসিংহ প্রসাদ দে’র লেখা ‘হিন্দু সমাজ ভাবনা’র একটি অংশে মুসলিমদের ভোটাধিকার বাদ দেয়ার জন্য জোর দাবি করা হয়েছে।

‘হিন্দু সমাজ ভাবনা’ শীর্ষক প্রবন্ধটিতে নৃসিংহ প্রসাদ দে লিখেছেন,‘হিন্দুস্থান কেবল হিন্দুদের জন্যই। তাই অন্যদের ভোটাধিকার এখনই বন্ধ করা উচিৎ। ১৯৪৭ সাল থেকেই এটি করা উচিৎ করা ছিল।’

রাষ্ট্র পরিচালনা ও নিয়ন্ত্রণের সকল সুযোগ কেবল হিন্দুদেরই থাকা উচিৎ। মুসলমানদের প্রতি কোনো রকম বিরোধ নেই। তারা আমাদেরই পূর্বপুরুষের জ্ঞাতি ও আত্মীয়। তারা কেবল হিন্দু ধর্ম গ্রহণ করলেই বা হিন্দুত্বে ফিরে আসলেই ভোটাধিকার লাভ করবে- এমন নিয়ম করা হোক।

যদিও এই মতের সাথে একেবারেই সহমত হননি ভারতের বিশ্ব হিন্দু পরিষদের বাংলাসহ পূর্বাঞ্চলের প্রধান শচীন্দ্রনাথ সিংহ।

তিনি বলেন,‘দেখুন এটি যেই লিখে থাকুক অবশ্যই ভুল। মুসলমানরা ভারতের অংশ। সাংবিধানিকভাবে তাদের ভোটাধিকার স্বীকৃত। অবশ্যই তা সুরক্ষিত থাক। যারা অনুপ্রবেশকারী তাদের ভোটাধিকার রোধ করা করা হোক। যারা দেশ ভাগের আগের থেকে এদেশে আছেন তাদের নয়।’

শচীন্দ্রনাথ এই কথা বলার পরও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। যদি তিনি বা বিশ্ব হিন্দু পরিষদ এই মতের সমর্থক না হয়, তাহলে এরকম একটি লেখা তাদের মুখপত্র, ‘বিশ্ব হিন্দু’ বার্তায় স্থান পেল কিভাবে?

কিংবা এ নিয়ে ভুল সংশোধন কিংবা ক্ষমা চেয়ে কোনও বিবৃতিও কি দেয়া হবে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে? এই বিষয়ে কিন্তু কোন কথা বলেননি ভারতের বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলের প্রধান।

তবে বিশষেজ্ঞদের মতে, এরকম লেখালেখি করে খবরে থাকতে চাইছে বিশ্বহিন্দু পরিষদ। এটা ওদের ভুল নাকি ইচ্ছাকৃত ভুল তা অবশ্যই দেখা উচিৎ। ভারতের সংবিধানবিরোধী এই সব কথাবার্তা কোনপক্ষেরই বলা উচিৎ নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

পূর্ববর্তি সংবাদচীনে নদীতে বাস, নিহত ১৩
পরবর্তি সংবাদফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১ আহত ৪