আফগানিস্তানের সরকারি বাহিনীর হামলায় এক মার্কিন সৈন্য নিহত ও অপর একজন আহত হয়েছে। ঘটনায় সামান্যের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ন্যাটোর শীর্ষ কর্মকর্তা ও আফগানিস্তানে মার্কিন কমান্ডার জেনারেল স্কট মিলার। পরে এতে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা মারা যান।
গতকাল শনিবার কাবুলে এ ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে ন্যাটো বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
২২ অক্টোবর পশ্চিমাঞ্চলীয় হিরাত প্রদেশ ও ১৮ অক্টোবর দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে একই ধরনের হামলা চালানো হয়েছে।
তালেবান এই হামলা দুটির দায় স্বীকার করে।
ন্যাটোর রিসোল্যুট সাপোর্ট মিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিকভাবে জানা গেছে আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য এ হামলা চালিয়েছে।’
এতে আরো বলা হয়, আফগান বাহিনীর অন্যান্য সদস্যদের গুলিতে হামলাকারী নিহত হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন বাহিনীর উপর স্বপক্ষের হামলা বেড়েছে। চলতি বছর এই ধরনের হামলায় আটজন নিহত হলো।
