আফগানিস্তানে সরকারি বাহিনীর গুলিতে মার্কিন সৈন্য নিহত, প্রাণে বাঁচলো শীর্ষ কমান্ডার

আফগানিস্তানের সরকারি বাহিনীর হামলায় এক মার্কিন সৈন্য নিহত ও অপর একজন আহত হয়েছে। ঘটনায় সামান্যের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ন্যাটোর শীর্ষ কর্মকর্তা ও আফগানিস্তানে মার্কিন কমান্ডার জেনারেল স্কট মিলার। পরে এতে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা মারা যান।

গতকাল শনিবার কাবুলে এ ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে ন্যাটো বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

২২ অক্টোবর পশ্চিমাঞ্চলীয় হিরাত প্রদেশ ও ১৮ অক্টোবর দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে একই ধরনের হামলা চালানো হয়েছে।

তালেবান এই হামলা দুটির দায় স্বীকার করে।

ন্যাটোর রিসোল্যুট সাপোর্ট মিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিকভাবে জানা গেছে আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য এ হামলা চালিয়েছে।’

এতে আরো বলা হয়, আফগান বাহিনীর অন্যান্য সদস্যদের গুলিতে হামলাকারী নিহত হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন বাহিনীর উপর স্বপক্ষের হামলা বেড়েছে। চলতি বছর এই ধরনের হামলায় আটজন নিহত হলো।

পূর্ববর্তি সংবাদতুষারপাতে কাশ্মিরের বেশিরভাগ এলাকা বিদুৎহীন
পরবর্তি সংবাদসংলাপের জন্য আবার চিঠি ঐক্যফ্রন্টের