আল্লামা আহমদ শফী সত্যিই কি প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়েছেন

হাসান আনহার ।।

কোন একটি ঘটনাকে আপনি দুইভাবে ফুটিয়ে তুলে ধরতে পারবেন। পজেটিভ বা নেগেটিভ। আপনার প্রবল ইচ্ছে থাকলে ঘটনা পজেটিভ হলেও আপনি নেগেটিভরূপেও তুলে ধরতে পারবেন।

আল্লাহ শপথ! আমি এটা অবিশ্বাস করি না যে, আমার শায়খ- আল্লামা শাহ আহমদ শফীর কোন ভুল-ভ্রান্তি হতে পারে না। অবশ্যই হতে পারে।

কিন্তু দীর্ঘদিন তাঁর সুহবতে থাকায় ‘পর নারী’র স্পর্শ সম্পর্কে আমি খুব ভাল জানি। আপনি ভিডিওটি ভালকরে দেখুন শায়খ কি স্বেচ্ছায় মুসাফা করেছেন, নাকি অপ্রস্তুত অবস্থায়?

ভিডিওটিতে দেখা যাচ্ছে, শায়খ মাথা নিচু করে ঘুমে বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। এমন সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শায়খের হাতের সাথে হাত মিলিয়ে নেন। শায়খের অস্বস্তিকর ভাবভঙ্গি দেখলে আপনিই বুঝবেন তিনি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না।

আল্লাহর শপথ! আমি কারো দালালি করছি না। শুরু থেকে আমি শুকরিয়া মাহফিল বিরোধী, যদিও এই মাহফিলে আমার শায়খকে ‘নেয়া’ হয়েছে। এবং এজন্য এই মাহফিলেও আমি যাইনি।

আমার শায়খ এখন শায়খে ফানি, আপনজনকে চিনেন না পরিচয় না দিলে। এই অবস্থায় তাঁকে ঘিরে ‘অনেক কিছু’ হয়।
যারা সাময়িক লাভের জন্য লোভী; আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না।

আমার শায়খের প্রতি আমার দিলখোলা শ্রদ্ধা এখনো আছে। আল্লাহ তায়ালা তাঁকে তাদের চক্রান্ত থেকে হেফাজত করুন। আমিন।

যারা বলছেন, শায়খ আগে হাত বাড়িয়েছন আর শেখ হাসিনা পরে, তাদেরকে জিজ্ঞেস করতে চাই পূর্বে কখনো কি শায়খকে এই অবস্থায় আপনি দেখেছেন? না দেখলে চুপ থাকুন। এটা শায়খের স্বাভাবিক হালত। অন্য কোন প্রোগ্রামে গেলেও শায়খ মাথানিচু করে বসে থাকলে, যখন তাঁকে আকর্ষণ করা হয়, তখন ঠিক এভাবেই অর্থাৎ শেখ হাসিনা হাত মিলানোর আগে শায়খের হাত যে অবস্থায় ছিল- ঠিক এভাবেই থাকে। যারা শায়খকে পূর্বেও একই অবস্থায় দেখেছেন, তারাই সাক্ষী দিতে পারবেন।

সংযুক্তি : ভিডিওটা খেয়াল করে দেখলে বোঝা যায়, শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী মুসাফার জন্য হাত বাড়াননি। বরং তিনি ইশারায় প্রধানমন্ত্রীকে চেয়ার গ্রহণের অনুরোধ করছেন। যদি মুসাফার জন্য হাত বাড়াতেন তবে অবশ্যই তিনি বাম হাত না বাড়িয়ে ডান হাত বাড়াতেন। ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রধানমন্ত্রী নিজেই আল্লামা আহমদ শফীর হাত ধরেন এবং তার দুই হাতের মাঝে আল্লামা আহমদ শফীর সঙ্গে হাত মিলিয়ে ফেলেন। এতে আল্লামা আহমদ শফী বিব্রত হন।

খেয়াল করে দেখুন :

মুসাফাহার ভিডিওয়ের এই অংশটি একবার দেখুনকোন একটি ঘটনাকে আপনি দুইভাবে ফুটিয়ে তুলে ধরতে পারবেন। ১: পজেটিভ। ২: নেগেটিভ। ঘটনা পজেটিভ হলে আপনি নেগেটিভরূপেও তুলে ধরতে পারবেন।আল্লাহ শপথ! আমি এটা অবিশ্বাস করি না যে, আমার শায়খ- আল্লামা শাহ আহমদ শফী হাফি. এর কোন ভুলভ্রান্তি হতে পারে না। অবশ্যই হতে পারে।কিন্তু দীর্ঘদিন তাঁর সুহবতে থাকায় 'পর নারী'র স্পর্শ সম্পর্কে আমি খুব ভাল জানি। আপনি ভিডিওটি ভালকরে দেখুন- শায়খ কি স্ব-ইচ্ছায় মুসাফাহ করেছেন, নাকি অপ্রস্তুত অবস্থায়?ভিডিওটিতে দেখা যাচ্ছে, শায়খ মাথা নিচু করে ঘুমে বা মুরাকাবায় ছিলেন। এতাবস্থায় শেখ হাসিনা শায়খের হাতের সাথে হাত মিলিয়ে নেন। শায়খের অস্বস্তিকর ভাবভঙ্গি দেখুন- তিনি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না।আল্লাহর শপথ! আমি কারো দালালি করছি না। শুরু থেকে আমি শুকরিয়া মাহফিল বিরোধী, যদিও এই মাহফিলে আমার শায়খকে 'নেয়া' হয়েছে। এবং এজন্য এই মাহফিলেও আমি যাইনি।আমার শায়খ এখন শায়খে ফানি, আপনজনকে চিনেন না পরিচয় না দিলে। এই অবস্থায় তাঁকে ঘিরে 'অনেক কিছু' হয়।যারা সাময়িক লাভের জন্য লোভী; আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না।আমার শায়খের প্রতি আমার দীলখোলা শ্রদ্ধা এখনো আছে। আল্লাহ তাআলা তাঁকে তাদের চক্রান্ত থেকে হেফাজত করুন। আমিন।সংযুক্তি: যারা বলছেন, শায়খ আগে হাত বাড়িয়েছন আর শেখ হাসিনা পরে, তাদেরকে জিজ্ঞেস করতে চাই- পূর্বে কখনো কি শায়খকে এই অবস্থায় আপনি দেখেছেন? না দেখলে চুপ থাকুন। এটা শায়খের স্বাভাবিক হালত। অন্য কোন প্রোগ্রামে গেলেও শায়খ মাথানিচু করে বসে থাকলে, যখন তাঁকে আকর্ষণ করা হয়, তখন ঠিক এভাবেই- অর্থাৎ শেখ হাসিনা হাত মিলানোর আগে শায়খের হাত যে অবস্থায় ছিল- ঠিক এভাবেই থাকে। যারা শায়খকে পূর্বেও একই অবস্থায় দেখেছেন, তারাই সাক্ষী দিতে পারবেন।

Posted by Hasan Anhar on Sunday, November 4, 2018

পূর্ববর্তি সংবাদচিড়িয়াখানায় প্রবেশ-টিকেটের দাম বাড়ল
পরবর্তি সংবাদবগুড়ায় ফেনসিডিল ও ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার