ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামী ৬ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবে বাম গণতান্ত্রিক জোট।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর চিঠিটি দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের হাত থেকে গ্রহণ করেন ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম ও অর্থ (বায়তুল মাল) সম্পাদক আল আমীন।
এর আগে গত ১ নভেম্বর সংলাপের বসার আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় ইসলামী ঐক্যজোট। সেদিন বিকাল ৫টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় চিঠি নিয়ে যান ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও মাওলানা আনছারুল হক ইমরান। আওয়ামী লীগের পক্ষে চিঠি গ্রহণ করেন দলের উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া।
অপরদিকে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহাস গোলাপ বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শরীক বাংলাদেশের কমিউনিস্টি পার্টি অফিসে এসে সংলাপে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠিটি দিয়ে যান।’
এর আগে সংলাপের বসার আগ্রহ জানিয়ে ১ নভেম্বর বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংলাপে বসতে চেয়ে চিঠি দেয় বাম গণতান্ত্রিক জোট। একইদিন ১ নভেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি দেয় ইসলামী ঐক্যজোট।
