তুষারপাতে কাশ্মিরের বেশিরভাগ এলাকা বিদুৎহীন

কাশ্মিরে ভারি তুষারপাত

ইসলাম টাইমস ডেস্ক : ভারি তুষারপাতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কাশ্মির। গত শনিবার সকাল থেকে কাশ্মিরের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে আছে। কাশ্মিরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

কাশ্মিরের তরফ থেকে বলা হয়ে, ভয়াবহ তুষারপাতের কারণে এই অচলাবস্তার সৃষ্টি হয়েছে। তবে শিগগিরই এই অচলাবস্থার অবসান ঘটবে।

তুষারপাতের কারণে শ্রীনগরের অনেক ফ্লাইটও বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

ভয়াবহ তুষারপাতে কাশ্মিরের অর্কিড ও আপেলের ব্যাপক ক্ষতির হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সেখানকার কৃষকেরা। এই তুষারপাতে রাস্তার মধ্যে অনেক গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে তুষারপাতে আটকে পরা ১২০ জন ট্রাক চালককে উদ্ধার করা হয়েছে।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়, আগামীকাল থেকে শুষ্ক আবহাওয়া শুরু হবে।

পূর্ববর্তি সংবাদদেশের জন্য এই বুড়ো বয়সে আমাকে বেশি কাজ করতে হচ্ছে : মাহাথির
পরবর্তি সংবাদআফগানিস্তানে সরকারি বাহিনীর গুলিতে মার্কিন সৈন্য নিহত, প্রাণে বাঁচলো শীর্ষ কমান্ডার