বিএনপি নেতা তরিকুল ইসলাম চলে গেলেন

বিএনপি নেতা তরিকুল ইসলাম

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম আর নেই। সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর।

আজ রবিবার বিকেলে সাড়ে ৫টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির এই প্রবীণ রাজনীতিক নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দলের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্ববর্তি সংবাদকেমন চলছে হিন্দুস্তানের ‘লাভ জিহাদ’?
পরবর্তি সংবাদ‘কওমি জননী’ খেতাব নিয়ে আলেমসমাজে অস্বস্তি