শেরপুরে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের চার প্রতারককে আটক

ইসলাম টাইমস ডেস্ক : ময়মনসিংহ বিভাগের শেরপুর সদর এলাকা থেকে জেএসসি ভুয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প। এরা হচ্ছেন- সোহাগ মিয়া (১৬), মনোয়ার হোসেন বুলবুল (১৬), মিলন মিয়া (১৬) ও বিকাশ ব্যবসায়ী শফিকুল ইসলাম (২৩)।

আজ রবিবার সকালে কামারের চর বাজার থেকে ওই চার সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানিয়েছে।

রবিবার দুপুরে ময়মনসিংহে র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান এমন তথ্য দিয়ে জানান, একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করে পরীক্ষার্থীদের আইডিতে ঢুকে প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করতো।

র‌্যাব এই ঘটনা জানতে পেরে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-১৪ এর জামালপুর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি দল রবিবার সকালে শেরপুর জেলায় অভিযান চালায়। পরে সদরের কামারের চর বাজার থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের চার সদস্যকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে।

পূর্ববর্তি সংবাদবন্যা-পরিস্থিতি মোকাবেলার ব্যর্থতায় জর্দানে দুই মন্ত্রীর পদত্যাগ
পরবর্তি সংবাদহঠাৎ করে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের গুলি, নিহত ১