সংবিধানের ভেতরে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিবে ঐক্যফ্রন্ট

ইসলাম টাইমস ডেস্ক : বর্তমান সংবিধানের ভেতরে থেকেই নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়ার কথা ভাবছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপির তৈরি ‘সহায়ক সরকারের রূপরেখা’র আদলেই তৈরি হবে নতুন রূপ রেখা।

রূপরেখা তৈরি হলে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার সামনে তুলে ধরা হবে। আর সেটা সম্ভব না হলে সাংবাদিক সম্মেলন করে তা দেশবাসীকে জানানো হবে।

আগামী সোমবার (৫ নভেম্বর) বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে এই রূপরেখা চূড়ান্ত হতে পারে।

রূপরেখায় প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে তার মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন, তিনটি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ, টেকনোক্র্যাট কোটায় নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ ও নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব থাকার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বল্প পরিসরে আলোচনা করার সিদ্ধান্তের কথা জানিয়েছে ঐক্যফ্রন্ট।

আজ রোববার (৪ নভেম্বর) চিঠি প্রধানমন্ত্রীর দফতর বা আওয়ামী লীগের দফতরে পৌঁছানো হতে পারে।

ধারণা করা হচ্ছে, সংবিধানের ভেতরে থেকে প্রধানমন্ত্রীর উদ্যোগে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী স্বপদে বহাল থাকলেও তার ক্ষমতা সংকুচিত রাখা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অন্য নিরপেক্ষ একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার প্রস্তাব রাখা হবে।

পূর্ববর্তি সংবাদভর্তি পরীক্ষায় মাদরাসা শিক্ষার্থীদের আলাদা তালিকা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি
পরবর্তি সংবাদখালেদা জিয়ার মুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে : ওবায়দুল কাদের