পরমাণু চুক্তির আওতায় ২০১৫ সালে ইরানের ওপর থেকে প্রত্যাহার করা নিষেধাজ্ঞাগুলো আবারও পুনর্বহাল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সোমবার ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে।
অন্যদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার সংবাদ প্রকাশের পর রোববার তেহরানে মার্কিন দূতাবাসের সামনে তীব্র বিক্ষোভ হয়।
বিক্ষোভকারী ‘আমেরিকা নিপাত যাক’ বলে স্লোগান দেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পতাকা পুড়িয়ে দেয়।
নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ায় ইরানের অর্থনীতির মূল চালিকা শক্তি জ্বালানি তেল রফতানি, সমুদ্র পথে পণ্য পরিবহন বা শিপিং এবং অন্য দেশের সঙ্গে ব্যাংকি বন্ধ হয়ে যাবে।
ইরানের প্রেসিডেন্ট বিষয়টিকে ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে ইরানের বিরুদ্ধে নতুন এই ষড়যন্ত্র করে যুক্তরাষ্ট্র কোনো সাফল্য অর্জন করতে পারবে না।’
ইরানের সঙ্গে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের করা পরমাণু চুক্তি থেকে চলতি বছরের শুরুতে বেরিয়ে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরান বিশেষ করে তেল রফতানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল এবং নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ায় দেশটির অর্থনীতিতে তা মারাত্মক প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
