ইসলাম টাইমস ডেস্ক : শুক্রবার ছাড়া ভারতে তাজমহলের মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ করেছে ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই)। শুক্রবারের নামাজে শুধু স্থানীয়রাই অংশ নিতে পারবেন।
এএসআই বলছে, যারা ভারতের নাগরিক নন তারা তাজমহল মসজিদে শুক্রবারের নামাজ পড়তে পারবে না বলে গত জুলাইয়ে স্থানীয় প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তা বহাল রেখেছে সুপ্রিমকোর্ট। তারা সুপ্রিমকোর্টের রায় বাস্তবায়ন করেছে মাত্র।
প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, যেহেতু শুক্রবার তাজমহল বন্ধ থাকে তাই স্থানীয়রা শুক্রবারের নামাজ পড়তে পারবে। তবে নামাজ অবশ্যই দুপুর দুইটার মধ্যে শেষ করতে হবে। এ ছাড়া অন্যান্য দিনের ক্ষেত্রে যেসব আগন্তুকরা টিকিট কেটে তাজমহল পরিদর্শন করতে ঢুকবেন তারা মসজিদ পরিদর্শন করতে এবং নামাজ পড়তে পারবেন।
ইতোমধ্যে এ নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে অজুর জায়গায় ‘বাজু ট্যাংক’-এ তালা ঝুলিয়ে দিয়েছে এএসআই। একইসঙ্গে মসজিদের ইমাম ও কর্মচারীদের শুধু শুক্রবারে মসজিদে আসতে বলে দেওয়া হয়েছে।
মসজিদের ইমাম সাইয়েদ আতিক আলী। তার পরিবারের সদস্যরা এই মসজিদে কয়েক দশক ধরে নামাজ পড়ে আসছেন। তবে এ জন্য তাদেরকে প্রতিমাসে কর্তৃপক্ষকে টাকা দিতে হয়েছে। কর্তৃপক্ষের নতুন নিষেধাজ্ঞায় অবাক হয়েছেন তিনিও।
