বাবার লাশ ফেরত চাইলেন খাশোগির দুই ছেলে

বাবার মরদেহ ফেরত চাইলেন খাশোগির দুই ছেলে

ইসলাম টাইমস ডেস্ক : নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির দুই ছেলে বাবার মরদেহ ফেরত চেয়েছেন। রবিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তারা এ আবেগঘন দাবি জানান।

খাশোগির দুই ছেলে জানান, তার বাবার আকাংক্ষা ছিল মৃত্যুর পর জান্নাতুল বাকিতে যেন তার দাফন হয়।তারা বাবার এই আকাংক্ষা পূরণ করতে চান। এক প্রশ্নের উত্তরে তারা আরো বলেন, তাদের বাবা ইখওয়ানুল মুসলিমিনের সদস্য ছিলেন না।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তান্বুল শহরে অবস্থিত সৌদি আরবের কনস্যুলেটে দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে নির্মমভাবে খুন হন জামাল খাশোগি। সৌদি সরকারের সমালোচক ছিলেন ওয়াশিংটন পোস্টের এ কলামিস্ট।

জামাল খাশোগি

জামাল খাশোগির ছেলে আব্দুল্লাহ (৩৩) ও সালাহ (৩৫) খাশোগি তাদের বাবাকে ‘সাহসী’, ‘উদার’ বলে আখ্যা দেন। আব্দুল্লাহ খাশোগি বলেন, ‘আমি সত্যিই আশা করছি, যা-ই হয়েছে বাবার জন্য তা কষ্টদায়ক ছিল না। কিংবা তার শান্তিতে মৃত্যু ঘটেছে।’

পূর্ববর্তি সংবাদতাজমহলের মসজিদে শুক্রবার ছাড়া নামাজ পড়া যাবে না, অজুখানায় তালা
পরবর্তি সংবাদসুদের টাকা পরিশোধ করতে না পেরে বগুড়ায় এক ব্যক্তির আত্মহত্যা