যুদ্ধাপরাধ মামলায় আওয়ামী নেতাসহ দুইজনের মৃত্যুদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক : একাত্তরে হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যার মত মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার দায়ে সাবেক আওয়ামী নেতাসহ পলাতক দুই আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ড পাওয়া আসামীরা হলেন হবিগঞ্জের লাখাই থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. লিয়াকত আলী এবং কিশোরগঞ্জের আমিনুল ইসলাম। তারা একাত্তরে নিজ নিজ এলাকায় মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন বলে রায়ে বলা হয়েছে।

বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার এ মামলার রায় ঘোষণা করে।

রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা সাতটি অভিযোগই প্রমাণিত হয়েছে। মৃত্যু পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের সাজা কার্যকর করার নির্দেশ দিয়েছে আদালত।

এই রায়ের এক মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন আসামিরা। তবে সেজন্য তাদের আত্মসমর্পণ করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত রায় আসা ৩৫টি মামলার ৮৫ আসামির মধ্যে পাঁচজন বিচারাধীন অবস্থায় মারা গেছেন। মোট ৮০ জনের সাজা হয়েছে, যাদের মধ্যে ৫৩ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজার রায় এসেছে।

পূর্ববর্তি সংবাদইসলামী ঐক্যজোট ও বাম জোট প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে ৬ নভেম্বর
পরবর্তি সংবাদসন্ধ্যায় জাতীয় পার্টির সঙ্গে সংলাপ, থাকবেন শরিক দলের নেতারাও