সন্ধ্যায় জাতীয় পার্টির সঙ্গে সংলাপ, থাকবেন শরিক দলের নেতারাও

ইসলাম টাইমস ডেস্ক : আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসছেন আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে ৩৫ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশগ্রহণ করবেন।

রোববার জাতীয় পার্টির পক্ষ থেকে সোমবার অনুষ্ঠেয় সংলাপে তাদের অংশগ্রহণকারী নেতাদের নামের তালিকা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের সঙ্গে আজকের সংলাপ কার্যত কোনো রাজনৈতিক সংকট সমাধানের জন্য নয়; বরং আগামী নির্বাচনে মহাজোটের কৌশল ও আসন বণ্টন বিষয়ে অনুষ্ঠিত হবে।  জাতীয় পার্টির চেয়ারম্যান তার বক্তৃতায় এমনটিই বলেছেন।

তিনি বলেছেন, সংলাপে তারা জোর দেবেন আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনায়।

একাদশ সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক মতবিরোধের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বানে সাড়া দিয়ে তাদের সঙ্গে সংলাপে বসার পর অন্য রাজনৈতিক দলগুলোকেও আলোচনায় ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ধারাবাহিকতায় এরশাদের দলের সঙ্গেও সংলাপ হচ্ছে।

এরশাদের নেতৃত্বে সংলাপে যোগ দেবেন রওশন এরশাদ, জি এম কাদের, এবিএম রুহুল আমীন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, এম এ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু, সালমা ইসলাম,সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, মসিউর রহমান রাঙা, আজম খান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু, শামীম হায়দার পাটোয়ারী, লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোট’র চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, বিএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনিকেও সংলাপে সঙ্গে নেবেন এরশাদ।

পূর্ববর্তি সংবাদযুদ্ধাপরাধ মামলায় আওয়ামী নেতাসহ দুইজনের মৃত্যুদণ্ড
পরবর্তি সংবাদ৭ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আবারও সংলাপ