সুদের টাকা পরিশোধ করতে না পেরে বগুড়ায় এক ব্যক্তির আত্মহত্যা

ইসলাম টাইমস ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আজাহার আলী (৫৫) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি পৌরসভার ফোকপাল গ্রামের মৃত পরাণ খাঁর ছেলে।

সোমবার ভোরে ফোকপাল গ্রামের কানার্দীঘি পাড়ে কীটনাশক বিষপান করে গোঙড়াতে থাকে আজাহার আলী। এ সময় স্থানীয় লোকজন শব্দ শুনে এগিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক আজাহার আলীকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সিরাজুল ইসলাম জানান, তার বাবা বিভিন্ন ঋণ-দেনায় জর্জরিত এবং সুদের টাকা পাওনাদারদের পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করতে পারেন।

এলাকাবাসী জানান, দুই বছর আগে আজাহার আলী বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন এবং গ্রামের কিছু সুদ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা সুদে নেন। কিন্তু ওই সুদ ব্যবসায়ীরা টাকা পরিশোধ করতে নানাভাবে চাপ প্রয়োগ করলে তিনি পালিয়ে ঢাকায় যান। এক পর্যায়ে সুদের টাকা জোগার করতে না পারায় নিরুপায় হয়ে বিষপান করে আত্মহত্যা করেন তিনি।

এদিকে তার এই মৃত্যুর জন্য সুদ ব্যসায়ীদের বিচার দাবি করছেন পরিবারের লোকজনসহ এলাকাবাসী।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বলেন, আত্মহত্যা ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবাবার লাশ ফেরত চাইলেন খাশোগির দুই ছেলে
পরবর্তি সংবাদহাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮ ঘর পুড়ে ছাই