৭ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আবারও সংলাপ

ইসলাম টাইমস ডেস্ক : আগামী বুধবার আবারও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্ট নেতা ড. কামালের অনুরোধে দ্বিতীয়বার সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আগামী ৭ই নভেম্বর বুধবার বেলা ১১টায় গণভবনে এ সংলাপ হওয়ার কথা রয়েছে।

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন বিরোধী জোটের সাথে এই সংলাপ সীমিত পরিসরে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

এর আগে ১ নভেম্বর ঐক্যফ্রন্টের সঙ্গে প্রথম সংলাপে বসে সরকার।

সেসময় গণভবনে তিন ঘণ্টা দীর্ঘ আলোচনা হয় দুই পক্ষের মধ্যে যা শেষ হয়েছিল কোন রকম সমঝোতা ছাড়াই। সেই আলোচনার জের ধরে রোববার ড. কামাল হোসেন প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখে আবারো আলোচনায় বসার অনুরোধ জানান।

নির্বাচনের তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসায় ৭ই নভেম্বরের পর আর সংলাপ চালিয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছিল আওয়ামী লীগ।

অন্যদিকে ঐক্যফ্রন্ট সরকারের সঙ্গে তাদের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে তফসিল ঘোষণা না করার জন্য আহবান জানিয়েছিল।

কিন্তু নির্বাচন কমিশন আগামী আটই নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন নির্ধারণ করেছে।

পূর্ববর্তি সংবাদসন্ধ্যায় জাতীয় পার্টির সঙ্গে সংলাপ, থাকবেন শরিক দলের নেতারাও
পরবর্তি সংবাদজাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকী