ওয়াসার পানি পরীক্ষায় ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্ট

ইসলাম টাইমস ডেস্ক : ওয়াসার সরবরাহকৃত পানিতে ক্ষতিকর কোনো উপাদান আছে কিনা তা পরীক্ষার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

কমিটিকে পানি পরীক্ষা করো দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতের নির্দেশনা মতে পাঁচ সদস্যের কমিটিতে থাকবেন স্থানীয় সরকার মন্ত্রণানালয়ের একজন, ঢাবি’র ফার্মাসির একজন প্রতিনিধি, বায়োলজিকাল সাইন্স বিভাগের একজন, বুয়েটের একজন, আইসিসিডিআরবি’র একজন করে প্রতিনিধি।

ওয়াসার পানি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার তানভীর আহমেদ। আবেদনের পক্ষে আবেদনকারী নিজেই শুনানি করেন।

পূর্ববর্তি সংবাদরাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ চেয়ে বি চৌধুরীর চিঠি
পরবর্তি সংবাদনতুনদের পথ পরিস্কার করতেই কি টেকনোক্র্যাট মন্ত্রীদের পদ্যতাগের নির্দেশ!