তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার (আইইউএমএস)-এর সাধারণ সভা চলছে। এক সপ্তাহব্যাপী এ সভা শুরু হয়েছে গত শনিবার।
এ সাধারণ সভায় সংগঠনটি তাদের নতুন নেতা নির্বাচন এবং বোর্ড মেম্বার গ্রহণে ভোট প্রদান করবে। আইইউএমএস-এর বর্তমান চেয়ারম্যান ড. ইউসুফ আল কারজাভি দায়িত্ব থেকে অব্যহতি নেয়ার কারণে নতুন নেতা নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এছাড়াও তারা মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ ও সংকট নিয়ে কথা বলেন।
তুরস্কের এই সাধারণ সভায় অংশগ্রহণ করবে সারা বিশ্বের পনেরশো মুসলিম স্কলার।
সংগঠনের বিদায়ী চেয়ারম্যান ড. ইউসুফ আল কারজাভি মুসলিম বিশ্বের সমসাময়িক সংকট মোকাবেলায় মুসলিম বিশ্বের পণ্ডিত ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি তার ভাষণে চলমান বিশ্ব রাজনীতিতে তুরস্কের ভূমিকার প্রসংশা করেন এবং তুরস্কের হাতে মুসলিম বিশ্বের নেতৃত্ব ন্যস্ত হোক এই কামনা করেন।
সূত্র : ডেইলি সাবাহ
