নির্বাচন পেছানো নিয়ে সিইসির কথায় দ্বিধা

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদের তফসিল পেছানো নিয়ে দ্বিধান্বিত বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, এখন পর্যন্ত তফসিল পেছানোর সুযোগ নেই। তবে সকল রাজনৈতিক দল একমত হলে সেক্ষেত্রে সংবিধানের মধ্যে থেকে তফসিল পেছানো যেতে পারে। আপাতত আমরা ৭ তারিখে (নভেম্বর) বিষয়টি আমরা আমলে নেব।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউট (ইটিআই) ভবনে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সব রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এবং সংবিধানের আলোকে নির্বাচন করতে হবে।

তফসিল ঘোষণার ক্ষেত্রে ৭ নভেম্বরের সংলাপের ফলাফলও প্রভাব ফেলতে পারে।

তিনি আরো বলেন, বিশ্ব ইজতেমা রয়েছে জানুয়ারি মাসে– ১৫ থেকে ২৬ তারিখ দুই দফায় ইজতেমা হবে। তখন সেখানে সারা দেশ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজনকে নিয়োগ করতে হয়। তাই এর মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না।

নির্বাচনে ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে কে এম নূরুল হুদা বলেন, এবার স্বল্প পরিসরে ইভিএম ব্যবহার করা হবে।

পূর্ববর্তি সংবাদমঞ্চপ্রস্তুত, একটু পরেই সোহরাওয়ার্দি উদ্যানে ঐক্যফ্রন্টের সভা শুরু
পরবর্তি সংবাদরাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ চেয়ে বি চৌধুরীর চিঠি