পদত্যাগ করেছেন চার মন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী পদত্যাগ করেছেন টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া চার মন্ত্রী। তারা হলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন।

মন্ত্রিপরিষদ বিভাগে তাদের পদত্যাগপত্রগুলো জমা দেওয়া হয়েছে বলে টেকনোক্র্যাট চার মন্ত্রীর দপ্তর থেকে জানা গেছে।

এর আগে দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর অনানুষ্ঠানিক এক বৈঠকে প্রধানমন্ত্রী টেকনোক্র্যাট চার মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পূর্ববর্তি সংবাদপীরকে কি কল্যাণ-অকল্যাণের মালিক মনে করা যায় ?
পরবর্তি সংবাদমহাজোটের অংশিদার হতে যাচ্ছে কি বাংলাদেশ খেলাফত মজলিস?