ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক জোটের সঙ্গে চলমান সংলাপ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলবেন তিনি।
প্রধানমন্ত্রী সেখানে সংলাপ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন।
মঙ্গলবার গণভবনে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা জানান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসেন। এরপর জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোটসহ আরও কয়েকটি দলের সঙ্গে সংলাপ হয় তার। আগামীকাল ঐক্যফ্রন্টের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে আবারও সংলাপ হওয়ার কথা রয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে করা এসব সংলাপের উপর নিজের মতামত জানাবেন প্রধানমন্ত্রী।
